কিশোরগঞ্জে বিনামূল্যে পাঁচ হাজার দরিদ্র ও অসহায় চক্ষু রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছে আন্তর্জাতিক সেবা সংস্থা আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে সদর উপজেলার জালুয়াপাড়া এলাকার স্থানীয় একটি কলেজ মাঠে সপ্তাহব্যাপী এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের কার্যক্রম শুরু হয়।
সকাল থেকেই আশেপাশের বিভিন্ন এলাকা থেকে চক্ষু রোগীরা বিনামূল্যে সেবা পেতে কলেজ মাঠে এসে ভিড় করছেন।
কয়েকজন চক্ষু রোগী বলেন, অর্থের অভাবে চিকিৎসা করতে পারছিলাম না বহুদিন ধরে। এখানে এসে বিনামূল্যে চিকিৎসা পেয়ে আমরা খুব খুশি। এখানে ঔষধ, চশমা, লেন্স সবই বিনামূল্যে দিচ্ছে।
আয়োজকরা জানান, ১৫ জন বিশেষজ্ঞ ডাক্তারসহ ১০০ জনের একটি মেডিক্যাল টিম এ সেবা প্রদান করছেন। এখানে পাঁচ হাজার চক্ষু রুগীদের বিনামূল্যে সেবাসহ ৫০০ রোগীকে চোখের ছানি অপারেশন ও লেন্স স্থাপন করা হবে। এছাড়াও প্রাথমিক পর্বে রুগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, পরামর্শপত্র, ঔষধ, চশমা বিতরণ করা হচ্ছে।
আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ১৯৯২ সাল থেকে বাংলাদেশের নিঃস্ব ও দরিদ্রসহ সর্বস্তরের মানুষকে চক্ষু সেবা প্রদান করে আসছে। ইতিমধ্যে সংস্থাটির নানামুখী প্রকল্পের মাধ্যমে ৫০ লাখেরও বেশি চক্ষু রোগী সেবা পেয়ে উপকৃত হয়েছেন।
চক্ষু চিকিৎসা ক্যাম্পের সার্বিক দিকনির্দেশনায় ছিলেন আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ সেক্টরের মহাপরিচালক ডা. আহমেদ তাহের আল-মিম্বারি। পরিচালনায় ছিলেন মেডিকেল ডাইরেক্টর ডা. মোহাম্মাদ আবু সাঈদ ও টিম লিডার ডা. সালমান আহমেদ তাহের এবং ব্যবস্থাপনায় ছিলেন ক্যাম্প ম্যানেজার ওবায়েদ উয জামান।